Logo Logo
খেলা

সালাউদ্দিনের অধীনে ব্যাটিং বিপর্যয়, নতুন কোচের সন্ধানে বিসিবি


Splash Image

ছবি: সংগৃহীত।।

জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চলতি বছরে মাত্র এক ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। ব্যাটারদের অফফর্ম ও কোচের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন বিসিবি, খোঁজা হচ্ছে নতুন ব্যাটিং কোচ।


বিজ্ঞাপন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিভাগে চলমান ব্যর্থতা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। গেল বছরের নভেম্বরে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন প্রথম অ্যাসাইনমেন্ট পান ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই সফরে ব্যাটিং কোচ না থাকায় ব্যাটারদের দায়িত্ব পড়ে তার ওপরেই। এরপর থেকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি, জিম্বাবুয়ে, আরব আমিরাত, পাকিস্তান এবং সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিং সামলানোর দায়িত্বে ছিলেন। কিন্তু তার অধীনেই টাইগারদের ব্যাটিং ধারাবাহিক ব্যর্থতার গল্প হয়ে দাঁড়িয়েছে, যার কারণে প্রশ্ন উঠেছে তার কোচিং দক্ষতা নিয়েও।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ম্যাচগুলোতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে ব্যর্থতার একের পর এক নজির তৈরি করেছে। চলতি বছরে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলে সর্বোচ্চ দলীয় সংগ্রহ মাত্র ২৪৮, যেখানে সর্বনিম্ন ইনিংস ১৬৭ রানে গুটিয়ে গেছে। এমনকি একটি মাত্র ম্যাচেই পূর্ণ ৫০ ওভার ব্যাট করতে পেরেছে শান্ত-মিরাজরা, বাকিগুলোতে আগেভাগেই অলআউট হতে হয়েছে। বিশেষ করে লিটন দাস, তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের অফফর্ম, ব্যাটিংয়ে মনোযোগ ও পরিকল্পনার ঘাটতি নিয়েই চলছে আলোচনা।

এমন অবস্থায় ব্যাটিং কোচ সালাউদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সাধারণত দলের সাফল্যে কোচদের প্রশংসা হয়, একইভাবে ব্যর্থতার দায়ভারও তারা এড়াতে পারেন না। কোচের কাজ শুধু কৌশলগত দিকনির্দেশনাই নয়, ব্যাটারদের মানসিক প্রস্তুতি এবং দুর্বলতা কাটিয়ে ওঠার পথ দেখানোও তার দায়িত্বের মধ্যে পড়ে। অথচ এখানেই সালাউদ্দিনকে ব্যর্থ বলছেন বিশ্লেষকরা।

বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান এ বিষয়ে বলেন, ‘ব্যাটিংটা যেভাবে হচ্ছে এটা নরমাল ব্যাটিং না। ঠান্ডা মাথায় পরিকল্পিত ব্যাটিংয়ের কোনো প্রতিফলন নেই। সবাই প্রেসারের মধ্যে খেলছে, যা ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।’ তবে তিনি ব্যাটারদেরও দায়ী করে বলেন, ‘সেন্সিবেল ব্যাটিং করতে না পারলে এখান থেকে উত্তরণ কঠিন।’

অন্যদিকে দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও ব্যাটিং পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, দ্রুতই এই ছন্দপতন কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, শুধুমাত্র কথার চেয়ে বাস্তব পদক্ষেপ নেওয়াই এখন বেশি জরুরি।

সবশেষ জানা গেছে, ব্যাটিং ইউনিটের এমন বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খুঁজছে। বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করলেও এখনো কবে, কীভাবে এবং কাকে দায়িত্ব দেওয়া হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এই দীর্ঘদিনের ভাটার টান থেকে উত্তরণে তাই এখন দরকার কার্যকর পরিকল্পনা, মানসিক দৃঢ়তা এবং উপযুক্ত কোচিং সহায়তা। ব্যর্থতার দায়ভার যতটা ব্যাটারদের, ততটাই কোচদেরও। তাই পরিবর্তন আনার ক্ষেত্রে উভয় পক্ষকেই নতুনভাবে ভাবতে হবে—নয়তো টাইগারদের ব্যাটিং হতাশার নামেই পরিচিত থাকবে।

আরও পড়ুন

বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা
বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার