Logo Logo
বাংলাদেশ

রাজধানীতে সোহাগ হত্যায় পঞ্চগড়ে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১২ জুলাই) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে শেরে-বাংলা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা জজকোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে-বাংলা চত্বরে গিয়ে মিলিত হয়।

পঞ্চগড়ের ‘সাধারণ শিক্ষার্থী ও পঞ্চগড়বাসী’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সানাউল্লাহ, খুরশেদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহ পরাণ সুজন এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ‘ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু এই হত্যাকান্ডই নয়, জুলাই আন্দোলনের পর থেকে ধারাবাহিকভাবে ঘটে চলা সকল হত্যাকান্ডের বিচার চাই।’

তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি এসব হত্যাকান্ডের বিচার না হয়, তবে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

এদিকে একই দিনে বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারেও ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

-মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন