Logo Logo
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে মীমের এ প্লাস প্রাপ্তি


Splash Image

সদ্য প্রকাশিত এস এস সি পরিক্ষায় সকল বিষয়ে এ প্লাস (গোল্ডেন এ প্লাস) পেয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মুখ আলোকিত করেছেন মীম আক্তার।


বিজ্ঞাপন


মীম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন। তার এই সাফল্যে খুশি তার সহপাঠী ও শিক্ষা প্রতিষ্ঠানের সবাই। এই বিষয়ে মীমের সাথে কথা বলতে গিয়ে দেখা গেছে খুশির উচ্ছাস। ফলফল কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন বলে জানান এই শিক্ষার্থী। কারন পরিক্ষা ভালো হয়েছিলো তার। ফলাফলের অবদান সে দিতে চান তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের। কারন তাদের অক্লান্ত পরিশ্রমের কারনেই তার এই ফলাফল অর্জিত হয়েছে বলে মনে করেন মীম। মীমের পিতার নাম নুর ইসলাম বেপারী ও মায়ের নাম শিল্পী বেগম। তার বাড়ি শিবচর উপজেলার মির্জারচর গ্রামের হুরাকান্দি এলাকায়। ৭ ভাই বোনের মধ্যে ৫ম মীমের প্রতি সবার ছিলো অন্যরকম ভালোবাসা। মীমের মা সবার কাছে দোয়া চেয়েছেন যেন সে তার স্বপ্ন পুরন করতে পারে এবং ভবিষ্যতে এই ভালো ফলাফল অব্যাহত রেখে ডাক্তার হতে পারে। এদিকে মীমের এই ফলাফলে খুশি এলাকাবাসী।

অত্র বিদ্যালয়ের শিক্ষক ইমরান খান জানান, মীমের ইচ্ছা ছিলো অদম্য। ইচ্ছা থাকলে যে অসাধ্য সাধন করা যায় তাই করে দেখিয়েছে মীম। আমরা চেষ্টা করবো এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে। উল্লেখ্য, অত্র বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১০ টি এ প্লাস এসেছে।

-মো: সজিব খান (মাদারীপুর)

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা