Logo Logo
খেলা

সিরিজ বাঁচাতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


Splash Image

ছবি: সংগৃহীত।।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। শ্রীলঙ্কা টস জিতে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।


বিজ্ঞাপন


চলমান শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে পরাজয়ের ফলে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। অন্যদিকে, শ্রীলঙ্কা যদি এই ম্যাচে জয় পায়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে স্বাগতিকরা। এই পরিস্থিতিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।

এদিন বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। আগের ম্যাচে খেলা তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাঈম শেখ বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক, বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। দলের অধিনায়কত্ব করছেন লিটন দাস।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন

গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫
গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫
নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, ভোক্তাদের নাভিশ্বাস
নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, ভোক্তাদের নাভিশ্বাস