বিজ্ঞাপন
সোমবার ১৪ জুলাই দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত ওই বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।
বাজেটে নিজস্বখাত, হাট-বাজার ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, রিজিলিয়েন্ট আরবার এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) থেকে ৫ কোটি, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজক্টে থেকে ৩০ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি, লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রিসপন্ড এন্ড রিকভারী প্রজেক্ট থেকে ৩ কোটি আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।
পৌরসভার ওই বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি সবুজ চৌধুরী, সাংবাদিক আইয়ুব আলী, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন জুম্মা, বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, জাহিদ হাসান, আবু জাহের, মাসুম বিল্লাহ,আব্দুল মোমিন প্রমূখ।
অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় শেরপুর পৌর প্রশাসক আশিক খান প্রস্তাবিত স্বপ্নের বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
-মাসুম বিল্লাহ, বগুড়া