ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
তর্কাতীতভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই অলরাউন্ডার। সবশেষ গেল বছরের আগস্টে ভারতের বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছিল তাকে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফেরা হয়নি তার। ফলে জাতীয় দল থেকেও দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন তিনি। যদিও নানা সময় সাকিবকে দলে ফেরানোর আলোচনা শোনা গেলেও, তা বাস্তবে রূপ নেয়নি।
বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন সাকিব। জাতীয় দলে না থাকলেও, মাঠে পারফরম্যান্সে এখনও ছন্দে রয়েছেন এই তারকা ক্রিকেটার। গেল শুক্রবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট শিকার করে জানান দেন নিজের ফর্মে থাকার বার্তা। এরপরই নতুন করে গুঞ্জন শুরু হয়—তাহলে কি আবারও জাতীয় দলে ফিরছেন সাকিব?
এই প্রসঙ্গে শনিবার বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, "সাকিব বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা।" তিনি আরও জানান, বর্তমানে ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের হাতে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে ভাবছেন।
তবে এসব গুঞ্জনের বাস্তবতা জানতে চাইলে সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “না, না, এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।”
তাহলে কি সাকিবের ফেরার খবর কেবল গুজব? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, “বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি সাকিবের ফেরার বিষয়ে। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। গত দুই বছর ধরেই এ ধরনের আলোচনা চলছে। এই তথ্যটা গুজব কি না জানি না, তবে আমি তো বোর্ডের সভাপতি, সেই হিসেবে এমন কিছু আমার জানা নেই।”
সব মিলিয়ে বলা যায়, সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে এখনও কিছুই নিশ্চিত নয়। বিসিবির এক পরিচালক যখন ফিরিয়ে আনার কথা বলছেন, তখন সভাপতি বলছেন—বোর্ডে এখনো আলোচনা হয়নি। এতে সাকিব ভক্তরা যেমন আশাবাদী হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন, তেমনি হতাশাও ঘিরে ধরছে তাদের মনে। এখন দেখার বিষয়, মাঠে আলো ছড়ানো সাকিবকে আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যাবে কিনা।