Logo Logo
আবহাওয়া
নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা


Splash Image

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ভারী বর্ষণের বিষয়ে আলাদা একটি সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর ফলে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। ফলে এই অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং নদীবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক সংকেত অনুসরণ করার তাগিদ দিয়েছে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা