Logo Logo
বিনোদন

বিএনপি ছাড়ার খবর ‘ভিত্তিহীন’, নির্বাচনে লড়ার প্রস্তুতিতে মনির খান


Splash Image

সংগীতশিল্পী মনির খান।

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান রাজনীতির মঞ্চেও একসময় সক্রিয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই শিল্পী সম্প্রতি আলোচনায় আসেন দল থেকে পদত্যাগ করেছেন—এমন একটি গুঞ্জনের সূত্র ধরে।


বিজ্ঞাপন


তবে এ বিষয়ে পরিষ্কার ভাষায় গুজব প্রত্যাখ্যান করেছেন তিনি। একটি গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মনির খান জানান, “২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে। যেটা মোটেও সত্য নয়। আমি দলের পদ ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি।”

তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করলেও ২০১৮ সালেই তিনি ওই পদ থেকে অব্যাহতি নেন। তবে দল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তার ভাষায়, “আমি বিএনপিতে ছিলাম, আছি। যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”

এদিকে, রাজনীতি থেকে একেবারে সরে দাঁড়াননি বলে ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী। সামনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল চায়, জনগণ যদি চায়, আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। আমার তেমনই প্রস্তুতি রয়েছে।”

রাজনীতি ছাড়াও মনির খানের পরিচিতি এবং জনপ্রিয়তা মূলত সংগীতজগৎ ঘিরেই। ১৯৯৬ সালে তার একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ শ্রোতামহলে তুমুল সাড়া ফেলে। এরপর থেকে ধারাবাহিকভাবে তিনি উপহার দিয়েছেন ৪২টিরও বেশি একক অ্যালবাম, পাশাপাশি অসংখ্য দ্বৈত ও মিশ্র অ্যালবাম।

‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ এবং ‘দুই নয়নের আলো’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রেও তার কণ্ঠের গান রয়েছে, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে।

সংগীতের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার অভিপ্রায়ে রাজনীতিতে যুক্ত হলেও, এখন পর্যন্ত দলীয় আদর্শে অবিচল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন মনির খান।

আরও পড়ুন

বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা
বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার