Logo Logo
খেলা

“জাতীয় দল আমার বাপ-দাদার সম্পত্তি না”- সালাহউদ্দিন


Splash Image

ছবি: সংগৃহীত।।

টাইগার ব্যাটারদের ব্যর্থতায় সমালোচনার মুখে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে জানালেন, ‘জাতীয় দল আমার বাপ-দাদার সম্পত্তি না’। জানুন কী বলেছেন দায়িত্ব ও সমালোচনা নিয়ে।


বিজ্ঞাপন


বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন গেল বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায়। জাতীয় দলের হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর, যেখানে দলের সঙ্গে ছিলেন না কোনো নির্দিষ্ট ব্যাটিং কোচ। তাই ব্যাটারদের ব্যর্থতার দায়ও পড়েছে সালাউদ্দিনের কাঁধে। চলমান শ্রীলঙ্কা সিরিজেও একইভাবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে সম্প্রতি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় তাকে নিয়ে সমালোচনা বাড়ছে।

এমন প্রেক্ষাপটে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে মুখোমুখি হন সালাউদ্দিন। সমালোচনার বিষয়ে তার প্রতিক্রিয়ায় জানান, “দেখুন, আমি কোচ, যদি আমাকে কালকে বলা হয় থার্টিনে গিয়ে কোচিং করাতে, আমি রাগ করবো না। আমার এখানে কোথাও লেখা নেই যে আমি শুধু জাতীয় দলের কোচ। এটা নিয়ে আমার কোনো ইগোর সমস্যা নেই, চিন্তাও নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি, তাহলে সমালোচনা হবে—এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। ভালো করলে বাহবা পাবো। আমি আমার দায়িত্বে শতভাগ দেওয়ার চেষ্টা করি, সৎ থাকি কি না সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যদি বোর্ড মনে করে আমি ভালো করছি না, তাহলে তারা আমাকে সরিয়ে দেবে।”

চাকরির বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন এই অভিজ্ঞ কোচ। বলেন, “হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেকেই এই অবস্থায় ভেঙে পড়তে পারে। কিন্তু আমার এমন কিছু না যে আমাকে এখানে চাকরি করতেই হবে। আমার করার মতো অনেক কিছু আছে। আর আমি নিজের ইচ্ছায়ও এখানে আসি নাই যে বলেছি, আমাকে চাকরি দিন।”

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত