Logo Logo
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অসহায় নারীর জমি দখলের অভিযোগ


Splash Image

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় নারীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও প্রভাবশালীদের ভয়ে নির্যাতনের শিকার পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্ত আলমগীর হোসেন উপজেলার পত্তাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরণী পত্তাশী গ্রামের মৃত আঃ হালিম তার ছেলে জাহিদ হোসেনকে ১৯/০২/১৯৮২ ইং তারিখে হেবা মূলে জমি রেজিস্ট্রি করে দেন। দীর্ঘদিন ধরে জাহিদ হোসেন ওই জমি ভোগদখলে রয়েছেন। আরএস ৩৩৩ ও এসএ ৩১৮ নম্বর খতিয়ান অনুযায়ী জমির রেকর্ড তার দাদার নামে। তবে বিএস জরিপে ভুলবশত জমিটি আলমগীরের বাবা আঃ রশিদ হাওলাদারের নামে উঠে আসে।

এ নিয়ে বহুবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিরোধ মীমাংসা হয়নি। এক পর্যায়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে জাহিদ হোসেন আদালতে মামলা করে জমিতে নিষেধাজ্ঞা জারি করান। আদালতের সেই নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।

ভুক্তভোগী জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও আলমগীর তার ব্যক্তিগত ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করে ধান রোপণ করেন। গত ৪ জুলাই তারা আবারও জমি চাষ করেন, যা আদালতের নির্দেশনা ভঙ্গের শামিল।”

তিনি আরও জানান, “২০১৯ সালে জমি চাষে বাধা দিলে আলমগীরের লোকজন আমার স্ত্রী সেলিনা বেগমকে লোহার রড দিয়ে মারধর করে, যার ফলে তার দুই হাত ও পায়ের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।”

তবে অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, “এটি আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা আমাদের জমিতেই চাষ করেছি।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

-নাছরুল্লাহ আল কাফী

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ