Logo Logo
ইসলাম

জামাআতে নামাজে বাধা দেয় এমন চাকরি করা কি জায়েয? ইসলামী দৃষ্টিভঙ্গি জানুন


Splash Image

প্রতীকী ছবি

ইসলামে কি এমন চাকরি করা বৈধ, যা জামাআতের সঙ্গে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে? বিস্তারিত জানুন শরিয়তের আলোকে এবং সঠিক করণীয়।


বিজ্ঞাপন


ইসলামে মুসলমানের জন্য জামাআতের সঙ্গে সালাত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এমন চাকরি গ্রহণ করা উচিত নয়, যা নামাজের জামাআত আদায়ে বাধা সৃষ্টি করে।

এছাড়া, ইসলামী শরিয়তে অমুসলিমদের অধীনে অপমানজনক কোনো কাজে নিয়োজিত হওয়াও অনুচিত। একজন মুমিনের মর্যাদা রক্ষার দায়িত্ব তার নিজের।

সুতরাং করণীয়:

অবিলম্বে এমন কাজের চেষ্টা করুন, যেখানে নামাজ জামাআতে আদায় করা সম্ভব হবে এবং অপমানজনক কাজ থেকেও মুক্তি পাবেন। আল্লাহর ওপর ভরসা রেখে হালাল ও মর্যাদাপূর্ণ জীবিকার ব্যবস্থা করার চেষ্টা করুন।

প্রমাণ:

শরহুল বুখারী লিবনিল বাত্তাল: ৬/৪০৩

ফাতহুল বারী: ৪/৪৪২

নাইলুল আওতার: ৫/৩৩৬

ফাতাওয়ায়ে বাযযাযিয়া: ২/৬৪

শেষ কথা:

আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়া একজন মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। জীবিকার চেয়ে ঈমান ও ইবাদত বড়। তাই সালাতের জামাআত বজায় রেখে হালাল উপার্জনের পথ খুঁজুন।

والله تعالى أعلم بالصواب

উত্তরদাতা:

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা