বিজ্ঞাপন
প্রশ্ন:
এক ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদ অর্জন করেন এবং কয়েক বছর নিয়মিত যাকাত আদায় করেন। পরবর্তীতে প্রায় সাত-আট বছর তার হাতে নেসাব পরিমাণ সম্পদ ছিল না। এমনকি তিনি কিছু সময় যাকাত গ্রহণের যোগ্যও হয়ে পড়েন। এখন পুনরায় নেসাব পরিমাণ সম্পদ অর্জন করেছেন। প্রশ্ন হলো—এই নতুন সম্পদের জন্য কি পূর্বের যাকাতবর্ষের তারিখেই যাকাত আদায় করতে হবে, নাকি নতুন করে এক বছর পূর্ণ হওয়ার পর যাকাত দিতে হবে?
উদাহরণ হিসেবে বলা যায়, পূর্বে তার যাকাতবর্ষ ছিল ১০ রমজান। এখন তিনি ৭-৮ বছর পর ৫ রমজানে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এ ক্ষেত্রে কি মাত্র পাঁচ দিন পরই ১০ রমজানে যাকাত আদায় করতে হবে, নাকি পরবর্তী বছর ৫ রমজান পর্যন্ত অপেক্ষা করতে হবে? আবার নতুন সম্পদ এলে তার যাকাতবর্ষ কি পরিবর্তিত হবে? এক ব্যক্তির জন্য কি একাধিক যাকাতবর্ষ নির্ধারিত হওয়ার সুযোগ আছে?
উত্তর:
না, পূর্বের যাকাতবর্ষ বহাল থাকবে না। পুরনো তারিখ বাতিল হয়ে যাবে। নতুন করে যেদিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সেদিন থেকে চান্দ্রবর্ষ অনুযায়ী এক বছর অতিক্রান্ত হওয়ার পর যাকাত আদায় করা ওয়াজিব হবে।
ইসলামী বিধান অনুযায়ী, যে তারিখে একজন ব্যক্তি নেসাবের মালিক হবেন, সেই তারিখ থেকে এক বছর পর তার যাকাতবর্ষ গণনা শুরু হবে। যেমন, কেউ ১০ রমজানে নেসাবের মালিক হলে পরের বছরের ১০ রমজান তার যাকাতবর্ষ। যাকাতবর্ষের মূল অর্থ হলো—প্রতি বছর একই তারিখে তার মালিকানাধীন সব যাকাতযোগ্য সম্পদের হিসাব করে যাকাত আদায় করা।
বছরের মধ্যে সম্পদ কমে গেলে তা গণ্য হবে না, তবে নিচের দুই অবস্থায় পুরনো যাকাতবর্ষ বাতিল হয়ে যাবে—
১. যদি কোনো সময়ে নেসাব পরিমাণ সম্পদ সম্পূর্ণ শেষ হয়ে যায়। অর্থাৎ নিজের প্রয়োজনের বাইরে যাকাতযোগ্য কোনো সম্পদ না থাকে। এ ক্ষেত্রে যখন নতুন করে নেসাবের মালিক হবেন, সেদিন থেকে নতুন যাকাতবর্ষ শুরু হবে।
২. যাকাতবর্ষ পূর্ণ হওয়ার দিনে যদি হাতে নেসাব না থাকে। অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার সময় নেসাবের সমান সম্পদ না থাকলে আগের যাকাতবর্ষ বাতিল হবে। পরে যখন নতুন করে নেসাব অর্জন করবেন, সেদিন থেকে নতুন বর্ষ গণনা হবে এবং এক বছর পর যাকাত ওয়াজিব হবে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার: ২/২৬৩, ৩০৮; আল-মাবসুত: ৩/৪২
যাকাতবর্ষ নির্ধারণে মূল বিষয় হলো—নেসাব অর্জনের তারিখ থেকে চান্দ্রবর্ষ অনুযায়ী এক বছর পূর্ণ হওয়া। বছরের মাঝখানে সম্পদ কমে যাওয়া এর ওপর প্রভাব ফেলে না, তবে সম্পূর্ণ নেসাব শেষ হয়ে গেলে পুরনো হিসাব বাতিল হয়ে যায়।
উত্তর প্রদানকারী:
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)