বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। এর আগে শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আখাউড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার রহিমপুর গ্রামের মৃত মোখলেছুর রহমান-এর ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৫), তিনি আখাউড়া উপজেলা যুবলীগের সদস্য। উপজেলার বনগজ গ্রামের মৃত সেলু মিয়া-এর ছেলে শফিকুল ইসলাম শফিক (৫৪), তিনি ধরখার ইউনিয়ন যুবলীগের সদস্য। ও উপজেলার মনিয়ন্দ হরিপুর গ্রামের মৃত আমির হোসেন-এর ছেলে মফিজুর রহমান ওরফে শিশু (৬৫), তিনি মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান,আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
-মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...