ভোরের বাণী
ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ব্রাজিলের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে বিশ্বকাপ জয়ের নতুন স্বপ্ন নিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসতে চলেছেন কিংবদন্তি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। নানা গুঞ্জন ও নাটকীয়তার পর গতকাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে তাঁর নিয়োগ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হতাশাজনক বিদায়ের পর থেকেই পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (CBF) তরফে। অবশেষে সেই পরিবর্তনের রূপ পেল আনচেলত্তির হাত ধরে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের বড় ক্লাবগুলোতে ট্রফির মুকুট পরানো এই কোচ এবার ব্রাজিলের ২০ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে বদ্ধপরিকর।
আনচেলত্তির সঙ্গে ১৪ মাসের চুক্তি করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। চুক্তি অনুযায়ী তিনি প্রতি মাসে পাবেন প্রায় ৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকার সমপরিমাণ। এতে তাঁর বার্ষিক আয় দাঁড়াবে প্রায় ১০২ কোটি টাকা।
তবে এখানেই শেষ নয়। পারফরম্যান্স বোনাস হিসেবেও আনচেলত্তি পাচ্ছেন আকর্ষণীয় অফার। যদি তাঁর অধীনে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তাহলে অতিরিক্ত ৫৫ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৬৬ কোটি টাকার বোনাস পাবেন এই অভিজ্ঞ কোচ। পাশাপাশি থাকবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা, জীবনবিমা এবং ইউরোপে পরিবারের সঙ্গে যাতায়াতের জন্য একটি প্রাইভেট জেট ব্যবহারের সুবিধা।
জানা গেছে, আনচেলত্তি রিয়াল মাদ্রিদে তাঁর শেষ ম্যাচ খেলানোর পর ২৬ মে ব্রাজিলে আসবেন এবং এরপরই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করবেন। আগামী মাসে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তাঁর ব্রাজিল অধ্যায়। তবে তার আগে, মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি ব্রাজিল দলের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেবেন।
ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির আগমন বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। ভক্ত-সমর্থকরা আশায় বুক বেঁধেছেন, তাঁর অভিজ্ঞতা ও কৌশলী পরিকল্পনায় হয়তো ফের জেগে উঠবে ব্রাজিলের সোনালি অতীত।