ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচ নিয়ে আবারও বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সমর্থকদের আপত্তির মুখে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান। নিজের ইউটিউব চ্যানেলে তিনি প্রশ্ন তুলেছেন, “আইসিসির বিশ্বকাপ বা অলিম্পিকের মতো প্রতিযোগিতায় কি ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করার সাহস দেখাতে পারবে?” তার মতে, রাজনীতির সঙ্গে খেলাধুলাকে জড়ানো মোটেই উচিত নয়।
সালমান বলেন, “গোটা বিশ্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। ভারতীয়রা আসলে কী বার্তা পাঠাচ্ছে? যদি এতই দেশপ্রেম দেখাতে চাও, তবে বিশ্বকাপ কিংবা অলিম্পিকেও পাকিস্তানের সঙ্গে খেলো না। ক্ষমতা থাকলে সেই সাহস দেখাও।” তিনি আরও যোগ করেন, “রাজনীতি ও খেলাধুলার আলাদা জায়গা আছে। ভারত বারবার খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলছে। আমি দেখতে চাই, বিশ্বকাপের মতো বড় আসরে তারা দেশভক্তির নামে পাকিস্তানের বিপক্ষে না খেলে কতটা সাহস দেখাতে পারে।”
ভারতীয় সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া এবং সমালোচনার মুখে হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইউসুফ ও ইরফান পাঠান ঘোষণা দেন যে তারা ম্যাচে অংশ নেবেন না। তাদের এই সিদ্ধান্তের জেরে ম্যাচ বাতিল করে আয়োজকরা। পরে খেলোয়াড়রা ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চান। তবে এই ঘটনায় পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি শিখর ধাওয়ানকে ‘পচা ডিম’ বলে কটাক্ষ করেন। আফ্রিদির অভিযোগ, ধাওয়ানের চাপের কারণেই অন্যরা খেলতে রাজি হয়নি।
সালমান বাটও একই অভিযোগ করেন। তিনি বলেন, “চার-পাঁচ জন খেলোয়াড়ের সিদ্ধান্তে পুরো ম্যাচ বাতিল হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। আয়োজকদেরও এই ঘটনায় প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। কারা এই সিদ্ধান্ত নেয়? কেন তারা চাপের মুখে এত বড় ম্যাচ বাতিল করল?”
এই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়েছে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...