Logo Logo
খেলা

বড় লাফে সেরা দশে মুস্তাফিজ


Splash Image

ছবি: সংগৃহীত।।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান উঠে এসেছেন সেরা দশে, উন্নতি করেছেন শেখ মেহেদি, তাসকিন ও তানজিমও।


বিজ্ঞাপন


পাকিস্তানের বিপক্ষে চলমান ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদি হাসান নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন। এর প্রভাব পড়েছে আইসিসি বোলারদের র‍্যাংকিংয়েও। সিরিজের প্রথম দুই ম্যাচে মুস্তাফিজ ছিলেন যথেষ্ট মিতব্যয়ী, পাশাপাশি দুই ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছেন। এর ফলে ১৭ ধাপ এগিয়ে ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৫৩।

শেখ মেহেদি হাসানও চমৎকার বোলিং করছেন। দুই ম্যাচে তিন উইকেট নেওয়ার সুবাদে ৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৬তম স্থানে। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে এখন ২৭ নম্বরে, আর তানজিম হাসান সাকিব ৯ ধাপ উন্নতি করে যৌথভাবে ৩৭ নম্বরে অবস্থান করছেন। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন। তবে বাংলাদেশের একাদশে থাকা বোলারদের মধ্যে রিশাদ হোসেনের র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে। দুই ম্যাচে খরুচে বোলিং করার কারণে তিনি তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে নেমে গেছেন।

অন্যদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে কয়েকজনের। তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে রয়েছেন। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন ৪৫ নম্বরে অবস্থান করছেন।

আরও পড়ুন

গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক — ‘গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১
বিজিবি কর্তৃক ২৪হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ০১