ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
পাকিস্তানের মাটিতে কদিন আগেই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরতি সিরিজে দারুণ প্রতিশোধ নিয়েছে লিটন দাসের দল। টানা দুই ম্যাচে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিক দল। তবে শেখ মেহেদি হাসান ও জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাকের দুর্দান্ত ইনিংস খেলেন এবং ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৫৫ রান। তার ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী জানান, শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল। তিনি বলেন, ‘লাইটলি (নিব) না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে (শেষ) ম্যাচ জেতা। (হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কি না) হ্যাঁ হ্যাঁ (হোয়াইটওয়াশ করাই লক্ষ্য)। প্রসেস ধরে এগোতে চাচ্ছি।’
নিচের সারির ব্যাটারদের সঙ্গে ব্যাটিং প্রসঙ্গে জাকের বলেন, ‘এইজ গ্রুপ থেকেই আমি টেইলের সাথে ব্যাট করি। অ-১৭ দলে খেলার সময় একটি সেঞ্চুরিও আছে। টেইলের সাথে ৭১ রানের জুটি গড়েছিলাম। এটা আমার অভ্যাস। আমি চেষ্টা করি সঙ্গী ব্যাটারকে সেভ করে রান নিতে।’
বোলারদের প্রশংসা করে জাকের আরও বলেন, ‘বোলাররা খুব ক্লিয়ার মাইন্ডে পরিকল্পনা বাস্তবায়ন করছে। কোচের সঙ্গে ভালো সমন্বয় হচ্ছে। বাহির থেকে প্ল্যান তৈরি করে আসছে, সেগুলো কাজে লাগছে।’
নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি জানান, ‘আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই খেলেছি। কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছি। বিপিএলের সময় ২ বছর আগে আমাদের ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছি। আমি শুধু ম্যাচ উইনিং নকগুলোই গুরুত্ব দেই। ভালো খেলেও দল না জিতলে সেটা কাউন্ট করি না। আমি জানতাম (গতকাল) আগে ব্যাটিংয়ে নামব, মেন্টালি সেভাবেই প্রস্তুত ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ৫ নাম্বারে খেলেছি।’