Logo Logo

কক্সবাজার রিজিয়ন এর রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) কর্তৃক “শহিদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড” এর নামকরণ"


Splash Image

গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে কিছু সংখ্যক বিপথগামী তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে মেজর হুমায়ুন কবীর সরকার শাহাদাত বরণ করেন।


বিজ্ঞাপন


অদ্য ২৪ জুলাই ২০২৫ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় উক্ত অফিসারের নামে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মাল্টিপারপাস স্যাড এর নাম “শহিদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড” নামকরণ করা হয়েছে।

উক্ত নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার।

এছাড়াও উপস্থিত ছিলেন শহিদ মেজর হুমায়ুন কবীর সরকার এর জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন (অবঃ) সাদাফ আবরার রাইয়ান, কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, এসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু, লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং সেক্টর সদর দপ্তর, রামু, ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সকল সদস্যবৃন্দ।

-মোহাম্মদ শাহজাহান রামু উপজেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...