ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
শেষ ম্যাচে হারের পরও পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তবে মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সেই বিতর্কে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমাল। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি করেন, তৃতীয় ম্যাচে পাকিস্তান জিতেছে ঠিকই, তবে সেটি সম্ভব হয়েছে বাংলাদেশের সৌজন্যেই। তার ভাষায়, ‘বাংলাদেশই তাদের জেতার সুযোগ করে দিয়েছে।’
কামরান আকমালের মতে, প্রথম দুই ম্যাচে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স দেখে মনে হয়েছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশই করতে যাচ্ছে স্বাগতিকরা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছে, দ্বিতীয়টিতে ১১০ রানে আটকে রেখেছে। এমন ধারাবাহিকতা দেখানোর পর তৃতীয় ম্যাচে হঠাৎ এত পরিবর্তন কেন?’
তিনি সরাসরি অভিযোগ করেন, বাংলাদেশ মূল লক্ষ্য পূরণ হয়েছে ভেবে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছে। সেটিই কাজে লাগিয়েছে পাকিস্তান। এ নিয়ে রোটেশন পলিসিরও সমালোচনা করেন কামরান। তার মতে, ‘রোটেশন করা হয়েছে পাকিস্তানের মতো দলের সঙ্গে! আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডস হলে মানা যেত, কিন্তু আমাদের বিপক্ষে এটা লজ্জার বিষয়।’
বিশেষ করে ব্যাটিং কম্বিনেশন নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন তিনি। শুরু থেকেই পাকিস্তান দলের বাঁহাতি ফখর জামান ও সাইম আয়ুবকে একসঙ্গে খেলানোর কৌশল ভুল ছিল বলেও মন্তব্য করেন এই সাবেক ক্রিকেটার। তার ভাষায়, ‘স্পিন-বান্ধব উইকেটে দুই বাঁহাতি খেলিয়ে বাংলাদেশের স্পিনারদের সুবিধা করে দেওয়া হয়েছে। শাহিবজাদা ফারহানকে খেলালে স্পিনারদের এতটা আধিপত্য থাকত না।’
তাসকিন আহমেদের বিশ্রাম নিয়েও আগেই প্রশ্ন তুলেছিলেন কামরান। এবারও তার বক্তব্য, বাংলাদেশের সেরা ফর্মে থাকা বোলারকে বসিয়ে প্রমাণ করে দিয়েছে, তারা পাকিস্তানকে ছোট দল হিসেবেই দেখছে। সব মিলিয়ে বাংলাদেশ দলের কৌশল ও পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন কামরান আকমাল।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...