ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আইপিএলের ১৮তম আসরে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ঐতিহাসিক অর্জন উদযাপনে বিরাট কোহলিরা সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই উৎসবই রূপ নেয় এক ভয়াবহ বিপর্যয়ে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। ঘটনার দায়ে কাঠগড়ায় উঠেছে আরসিবি ও কর্নাটক ক্রিকেট সংস্থা (কেসিএ)। সম্প্রতি বিচারপতি জন মাইকেল কুনহার নেতৃত্বাধীন কমিশনের রিপোর্টে চিন্নাস্বামী স্টেডিয়ামকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে।
রিপোর্টে বলা হয়, ১৯৭৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি বড় কোনো আয়োজনের জন্য উপযুক্ত নয়। প্রবেশ ও প্রস্থানের সরু পথ, বিশৃঙ্খলার সময় দ্রুত নির্গমনের উপযুক্ত ব্যবস্থা না থাকা এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প রুটের অভাবের বিষয়গুলো তুলে ধরেছে কমিশন। রিপোর্টে আরও বলা হয়েছে, গত ৪ জুন ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনাই প্রমাণ করে যে, ভবিষ্যতে এই স্টেডিয়ামে কোনো বড় অনুষ্ঠান আয়োজন নিরাপদ নয়। ফলে কর্নাটক ক্রিকেট সংস্থাকে ভবিষ্যতের জন্য বিকল্প মাঠ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতের ক্রীড়ামহলে। সমর্থকদের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক ক্ষোভ ও আলোচনা। একইসঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল হোম ম্যাচ, ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে নারী বিশ্বকাপের কয়েকটি ম্যাচ হওয়ার কথা থাকলেও, কমিশনের রিপোর্টের পর সেটি এখন প্রশ্নের মুখে।
তবে এই পরিস্থিতিতেও কর্নাটক ক্রিকেট সংস্থা থেমে নেই। তারা জানিয়েছে, ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মহারাজা ট্রফি টি-টোয়েন্টি লিগ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তবে দর্শকশূন্যভাবে। ঘরোয়া ক্রিকেটে এটা সম্ভব হলেও আন্তর্জাতিক ম্যাচ দর্শকহীন ভেন্যুতে আয়োজন করা কঠিন। সবমিলিয়ে, বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এই ক্রিকেট ভেন্যুর ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিরাট কোহলিরা কি তবে আইপিএলে তাদের ‘হোম ম্যাচ’ আর কখনো এই মাঠে খেলতে পারবেন না—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...