Logo Logo

মাইলস্টোন ট্র্যাজেডি ঘটনায় বার্সা-ইউনাইটেডের সমবেদনা


Splash Image

ছবি: সংগৃহীত।।

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। মর্মান্তিক এই ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।


বিজ্ঞাপন


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন। দেশের ইতিহাসে অন্যতম এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পুরো জাতি। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়েছে এই শোকের ছায়া। স্পেনের লা লিগার ক্লাব বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড দুর্ঘটনার পর সমবেদনা জানিয়েছে বাংলাদেশের মানুষের প্রতি।

গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড লেখে, "ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।" এর আগে বার্সেলোনা তাদের অফিসিয়াল ফ্যান ক্লাব ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’-কে পাঠানো এক চিঠিতে দুঃখ প্রকাশ করে। চিঠিতে কাতালান ক্লাবটি জানায়, “সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

এদিকে দেশের ক্রীড়াঙ্গনও বসে নেই। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর নিহতদের স্মরণে ট্রফি উৎসর্গ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। একইসঙ্গে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রির পুরো অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতির এই দুঃখঘন মুহূর্তে খেলাধুলার বিশ্বব্যাপী শক্তি ও সংহতির এক অনন্য নজির তৈরি হলো এই ঘটনার মাধ্যমে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...