ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আসন্ন এশিয়া কাপের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত করেছে আয়োজকরা। আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে পর্দা উঠবে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বি গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে টাইগারদের মোকাবেলা করতে হবে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
অন্যদিকে, গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা ভারত-পাকিস্তান মহারণটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে মোট চারটি দল খেলবে ‘সুপার ফোর’ পর্বে। এরপর শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। ফলে উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর একটি জমজমাট আসরের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...