Logo Logo

সাকিব আল হাসান, দলে না থেকেও আছেন যিনি!


Splash Image

ছবি: সংগৃহীত।।

আসন্ন এশিয়া কাপে মাঠে নামবেন না সাকিব আল হাসান। তবে সনি লিভের প্রোমোতে ‘সবচেয়ে বড় তারকা’ হিসেবে জায়গা পেয়েছেন তিনি। দলে না থেকেও এশিয়া কাপকে ঘিরে আলোচনায় সাকিবই কেন্দ্রবিন্দু।


বিজ্ঞাপন


প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। এই সময়ের মধ্যে একাধিক সিরিজ খেলেছে বাংলাদেশ, কিন্তু কোথাও দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডারের। সামনে এশিয়া কাপ, তবে ২০২৫ সালের এই আসরে সাকিবকে খেলতে দেখা যাবে না—এটি এখন মোটামুটি নিশ্চিত। কারণ গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন তিনি। আর এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংক্ষিপ্ততম এই সংস্করণেই।

তবে মাঠে অনুপস্থিত থেকেও এশিয়া কাপকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব। সম্প্রতি এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বপ্রাপ্ত চ্যানেল সনি স্পোর্টস নেটওয়ার্ক ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম সনি লিভ এক প্রোমো ভিডিও প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের জার্সিতে ব্যাটিংয়ের প্রস্তুতিতে থাকা সাকিবকে দেখিয়ে তাকে ‘সবচেয়ে বড় তারকা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। ভারতের সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ কিংবা আফগানিস্তানের রশিদ খান—সবাই থাকলেও সাকিবকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে প্রোমোটি।

সনি লিভের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ৩০ সেকেন্ডের ভিডিওতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটারদের অ্যাকশনের দৃশ্য তুলে ধরা হয়েছে। এর কভার ছবিতে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার যাদব, রশিদ খান, কুশল মেন্ডিস ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা। তবে অবসর নেওয়া সত্ত্বেও সাকিবের উপস্থিতি প্রমাণ করে, মাঠে না থাকলেও তার কদর কতটা গভীর।

এশিয়া কাপের এবারের আসর বসবে ৯ সেপ্টেম্বর থেকে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। টাইগারদের যাত্রা শুরু হবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে টুর্নামেন্টের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনও ঘোষণা করা হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কেবল সূচি প্রকাশ করেছে। আর সেই ঘোষণার সঙ্গেই বেজে উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের যুদ্ধের দামামা। যেখানে মাঠে না থেকেও আছেন সাকিব, নিজের ঐতিহাসিক অবস্থান আর অবদান দিয়ে—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যিনি নিঃসন্দেহে একটি আলাদা পরিচয়ের নাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...