ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বছর কয়েক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাটে আগুন এখনো বাকি রেখেছেন এবি ডি ভিলিয়ার্স। পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়নশিপে মাঠ কাঁপাচ্ছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। আজ হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে নেমে যেন রীতিমতো তাণ্ডব চালালেন প্রোটিয়া এই কিংবদন্তি।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের হয়ে ইনিংসের সূচনা করতে নামা ডি ভিলিয়ার্স একাই তুলেছেন ১২৩ রান। মাত্র ৪৬ বলের এই ইনিংসে ছিল ১৫টি চারের সঙ্গে ৮টি ছক্কার মার। ঝড়ো শুরু এনে দেওয়া এই ওপেনার ৩৯ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি, তবে তার আগেই প্রতিপক্ষের বোলারদের নাকানি-চুবানি খাওয়ান।
ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি গড়েন জেজে স্মিথ। শুরু থেকেই দুই ওপেনার মিলে মারমুখী ব্যাটিং করেন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় ৭৮ রান। পরে দুজন মিলে গড়েন ১৮৭ রানের বিশাল উদ্বোধনী জুটি। যদিও সেঞ্চুরি থেকে কিছুটা দূরে থেকে ৫৩ বলে ৮৫ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন স্মিথ।
ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ইনিংস আর স্মিথের সহায়তায় দক্ষিণ আফ্রিকা গড়ে রানের পাহাড়। অজি বোলারদের জন্য এটি যে চূড়ান্ত কঠিন চ্যালেঞ্জ হবে, তা বলাই বাহুল্য। ম্যাচে এখন নজর দক্ষিণ আফ্রিকার বোলিং ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের জবাব কী হয়, সেদিকেই।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...