বিজ্ঞাপন
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) ডেল্টারেজ ইনস্টিটিউটে আয়োজিত এই যৌথ সভায় উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গবেষণা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। সভায় গবেষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চল সারজু, শাহনূর হাসান, আমগাদ ওমর, বব স্মিটি এবং টমাসো বোশেচ্চিটি। এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মোহিনুজ্জামান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার মু. আরিফুর রহমান।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনা সভায় ডেল্টারেজ ইনস্টিটিউটের চলমান বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন গবেষকরা। তারা নোবিপ্রবিকে এসব প্রজেক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন এবং নোবিপ্রবির মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের এসব গবেষণায় কো-সুপারভাইজার হিসেবে যুক্ত করার প্রস্তাব দেন।
সভায় ডেল্টারেজ ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভবিষ্যতে যৌথ গবেষণা উদ্যোগের অংশ হিসেবে প্রকল্প সাবমিশনের আমন্ত্রণ জানায়। পাশাপাশি, প্রতিষ্ঠানটি কীভাবে তাদের ডেল্টা প্ল্যান ল্যাব পরিচালনা করছে, তার একটি বিস্তারিত উপস্থাপনাও উপাচার্য ও উপস্থিত প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।
আলোচনার এক পর্যায়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ডেল্টারেজ ইনস্টিটিউটের গবেষণা ল্যাব ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এই সভার মাধ্যমে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে আশা করা যাচ্ছে।
প্রতিবেদক - নাইমুর রহমান, ক্যাম্পাস প্রতিনিধি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...