Logo Logo

বন্ধুকে মারধরের অভিযোগ, ভিত্তিহীন দাবি তাসকিনের


Splash Image

ছবি: সংগৃহীত।।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। তবে তাসকিন দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ ও বিসিবি বলছে—তাসকিন সরাসরি জড়িত নন, তদন্ত চলছে।


বিজ্ঞাপন


জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগকারী তাসকিনের বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত। তিনি মিরপুর মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তাসকিন।

এবিষয়ে তাসকিন বলেন, "এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।"

ঘটনার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিক্রিয়াও পাওয়া গেছে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, তাসকিন বোর্ডকে জানিয়েছে—ঘটনার সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এটি ছিল তার দুই বন্ধুর মধ্যকার ঝগড়া।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমি যতটুকু জানি, তাসকিন এখানে যুক্ত ছিল না। আমরা ক্রিকেটার ও পুলিশের সঙ্গে কথা বলেছি। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে দেখাতে পারেন।”

এদিকে মিরপুর মডেল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, ঘটনাটি এখনও প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে। তার ভাষায়, "তাসকিনের বাল্যবন্ধু একটা অভিযোগ করেছেন। তারা একে অপরের পরিচিত। স্পেসিফিকভাবে মারধরের কথা লেখেননি। আজকে ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষির অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অভিযোগ হিসেবে গ্রহণ করে অনুসন্ধান করছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ওসি আরও জানান, অভিযোগকারী নিজেই আবার থানায় আসছেন। তার বক্তব্য শোনার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...