Logo Logo

‘সৌম্য যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়’- আকরাম খান


Splash Image

ছবি: সংগৃহীত।।

সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, টি-টোয়েন্টিতে টেকনিক নয়, গুরুত্বপূর্ণ ব্যাটারের ইতিবাচক অ্যাপ্রোচ। নাঈম ও সৌম্য সরকারের ব্যাটিং মনোভাব নিয়ে দিলেন স্পষ্ট বিশ্লেষণ।


বিজ্ঞাপন


পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ দল। টানা দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে লিটন দাসের দল। তবে জয়ের রেশের মাঝেও আলোচনায় উঠে এসেছে দলের ব্যাটিং পারফরম্যান্স। ধারাবাহিকতার অভাব ও ইনিংসের শুরুতে ব্যাটারদের মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে টেকনিকের চেয়ে ব্যাটারের অ্যাপ্রোচ বা মনোভাব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ইতিবাচক ব্যাটিং না হলে ম্যাচের গতিপথ প্রতিপক্ষের হাতে চলে যায়। এই প্রসঙ্গে নাঈম শেখের ব্যাটিং স্টাইল নিয়ে মন্তব্য করে আকরাম বলেন, “নাঈম ভালো খেলোয়াড়। তবে ওর অ্যাপ্রোচটা বদলাতে হবে। প্রথম ছয় ওভারে অন্তত ৬০ রান তোলার লক্ষ্য থাকতে হবে। না হলে প্রতিপক্ষ বোলাররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”

নাঈমের পাশাপাশি সৌম্য সরকার নিয়েও মত দেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, “সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। ওর দিনে দলের চেহারাই বদলে দেয়। যদিও মাঝে মাঝে শুরুতেই আউট হয়ে যায়, তবে যেদিন ছন্দে থাকে, তখন ম্যাচের চিত্রই বদলে যায়।”

সিরিজ জয় সত্ত্বেও আকরাম খানের এই মূল্যায়ন স্পষ্ট করে দেয়—টি-টোয়েন্টিতে ব্যাটারদের শুধু রান করলেই হবে না, বরং পরিস্থিতি বুঝে ইতিবাচক মনোভাবে খেলাটাই হতে হবে মূল লক্ষ্য। কারণ, দ্রুতগতির এই ফরম্যাটে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মানে অনেক সময়ই হারকে আলিঙ্গন করা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...