Logo Logo

পাকিস্তানের জার্সি পড়ায় দর্শককে ঢুকতে দেওয়া হয়নি মাঠে!


Splash Image

ছবি: সংগৃহীত।।

ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের ম্যাচে পাকিস্তানি জার্সি পরা এক দর্শককে স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ঘটনার তদন্ত করছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্লাব। দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।


বিজ্ঞাপন


সদ্য সমাপ্ত ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের ম্যাচ চলাকালে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়েছে। পাকিস্তানের জাতীয় দলের জার্সি পরে মাঠে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন এক দর্শক। নিরাপত্তাকর্মীরা তাকে অনুরোধ করেন জার্সিটি ঢেকে রাখতে। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে ওই দর্শক স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিষয়টি তদন্তে নামে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডন-এর বরাতে জানা গেছে, ওই দর্শকের নাম ফারুক নজর। তিনি জানান, স্টেডিয়ামের কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয়, 'আপনি দয়া করে এই জার্সিটি ঢেকে রাখতে পারেন কি না।' অন্য এক নিরাপত্তাকর্মীর ভাষ্য ছিল, এই জার্সি ‘জাতীয়তাবাদী প্রতীকে’ পরিণত হতে পারে—এমন আশঙ্কাতেই এই পদক্ষেপ। তবে নজরের দাবি, তিনি কোনো উসকানি দেওয়ার উদ্দেশ্যে জার্সি পরেননি।

ঘটনার প্রেক্ষিতে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের একজন মুখপাত্র জানান, ‘আমরা এই ঘটনার ব্যাপারে সচেতন এবং ঘটনার প্রেক্ষাপট ও প্রকৃত তথ্য জানার জন্য প্রাসঙ্গিক তদন্ত কার্যক্রম চালাচ্ছি।’

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক এমনিতেই বহু বছর ধরে উত্তেজনাপূর্ণ। সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’-এও এই দুই দলের মধ্যকার ম্যাচটি বাতিল হয়। ওল্ড ট্র্যাফোর্ডে এমন একটি ঘটনার সূত্র ধরে দুই দেশের সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি শুধুই নিরাপত্তাজনিত পদক্ষেপ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা নিয়েও চলছে আলোচনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...