Logo Logo

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের সময় এসেছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য


Splash Image

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।


বিজ্ঞাপন


তিনি বলেন, “এই সরকার কোন প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বে, তা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যত দিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে।”

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ড. দেবপ্রিয় আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ ভবিষ্যৎ সরকার কতটা বৈধতা দেবে, তা এখন থেকেই বিবেচনায় নিতে হবে। সংস্কার চলমান একটি প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ঠিক ততোটুকুই এখন সংস্কার করা উচিত।”

সেমিনারে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট নিরসন এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা স্পষ্ট করাই এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল। তিনি অভিযোগ করেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।”

তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়া উচিত। পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ভালো হলেও, এখন তা সময়োপযোগী নয়। বরং এটি বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনের চেয়ে বেশি সময় এবং বিভ্রান্তি তৈরি হতে পারে।”

সেমিনারে বক্তারা দেশব্যাপী রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচনকালীন সরকার, সংস্কার ও নির্বাচনী পদ্ধতি নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...