ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
২০১৭ সাল থেকে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির গর্বিত অধিকারী ছিলেন লুকা মদরিচ। সদ্যসমাপ্ত ক্লাব বিশ্বকাপের পর এই ক্রোয়াট কিংবদন্তি পাড়ি জমিয়েছেন ইতালির এসি মিলানে। তার বিদায়ের পর প্রথমবারের মতো ফাঁকা হয়ে পড়ে রিয়ালের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। সেই জার্সির নতুন মালিক কে হবেন—এই প্রশ্নে উত্তাল ছিল সমর্থক মহল। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটাল ক্লাবটি।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। পোস্ট করা ছবিতে দেখা যায়, ড্রেসিংরুমে ঝুলছে সাদা রঙের ১০ নম্বর জার্সি, যার পিঠে লেখা এমবাপ্পের নাম। একই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পেও। তার এই পোস্টে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লুকা মদরিচ, যা ফরাসি তারকার প্রতি তার আস্থার প্রকাশ। মদরিচের মতে, রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে এমবাপ্পে হবেন অপ্রতিরোধ্য।
এর আগে রিয়ালে প্রথম মৌসুমে এমবাপ্পে খেলেছেন ৯ নম্বর জার্সিতে, যার সঙ্গে জড়িয়ে আছে তার শৈশবের আবেগ। নিজে লেখা একটি কমিক বইতে এমবাপ্পে তুলে ধরেছিলেন, কীভাবে ছোটবেলায় বড়দিনের উপহার হিসেবে পেয়েছিলেন রিয়ালের ১০ নম্বর জার্সি। সেখান থেকেই এই জার্সির প্রতি তার ভালোবাসার সূত্রপাত। সেই স্বপ্ন এবার সত্যি হলো।
রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ক্লাবের ওয়েবসাইটেও এমবাপ্পের জার্সি নম্বর হালনাগাদ করা হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে ১০ নম্বর এমবাপ্পে জার্সির বাণিজ্যিক বিক্রি। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৪৪ গোল করে পিচিচি ও ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা এমবাপ্পেকে তাই রিয়াল মাদ্রিদ যেন এই জার্সি দিয়ে পুরস্কৃত করল।
এর আগে ফ্রান্স জাতীয় দলেও ১০ নম্বর জার্সিতে খেলছেন এমবাপ্পে। পিএসজিতে তার পিঠে ছিল ৭ নম্বর, আর রিয়ালে প্রথম মৌসুমে ছিলেন ৯ নম্বর জার্সিতে। এখন সেই ৯ নম্বর জার্সিটি ফাঁকা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন বলছে, এই নম্বরের দৌড়ে এগিয়ে আছেন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গঞ্জালো গার্সিয়া ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক।
রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কিংবদন্তি রেমন্ড কোপা, ফেরেঙ্ক পুসকাস, গিওর্গি হ্যাজি, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ ও মেসুত ওজিলের মতো তারকারা একসময় এই জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। এমবাপ্পেও তাদের উত্তরসূরি হিসেবে ঠিক কতটা উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিতে পারেন, এখন সেই অপেক্ষায় রিয়াল ভক্তরা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...