ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
জমে উঠেছে ইংল্যান্ড-ভারতের চলমান টেস্ট সিরিজ। তবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। বুধবার তার ছিটকে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার অনুপস্থিতিতে ওভালে শেষ টেস্টে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটার অলি পোপ।
এই সিরিজে স্টোকস ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। চার টেস্টে সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করেন তিনি। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি করেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। লর্ডস টেস্টেও বল ও ব্যাট হাতে সমানভাবে কার্যকর ছিলেন স্টোকস—দুই ইনিংসে ৭৭ রান করার পাশাপাশি নিয়েছিলেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে এই অলরাউন্ডারের না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা ইংল্যান্ডের জন্য, বিশেষ করে বোলিং বিভাগে তার অভাব বেশি অনুভূত হবে।
চতুর্থ টেস্টে স্টোকসের চোটের ইঙ্গিত মিলেছিল আগেই। ম্যাচের চতুর্থ দিনে ৬৩ ওভার বল করলেও একবারও বল হাতে নেননি তিনি। শেষ দিনের শুরুতে বল করতে এলেও কয়েক ওভারের মধ্যেই ডান কাঁধে অস্বস্তি অনুভব করেন এবং পরে মাঠ ছাড়েন। এরপর ভারতের ব্যাটিংয়ে কেএল রাহুলের উইকেট তুলে নিলেও পুরোনো ছন্দে দেখা যায়নি তাকে।
স্টোকস ছাড়াও ইনজুরির কারণে শেষ টেস্টে খেলতে পারবেন না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন। দলে ফিরেছেন পেসার জশ টং, যিনি সিরিজের প্রথম দুই টেস্টে খেলেছিলেন। এছাড়া প্রথমবার একাদশে জায়গা পাচ্ছেন গাস অ্যাটকিনসন, যিনি মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টেস্ট খেলেন এবং পরে হ্যামস্ট্রিং চোটে পড়েন। এবার কাউন্টিতে সারের হয়ে খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক ডানহাতি পেসার জেমি ওভারটনও, যিনি ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একমাত্র টেস্ট খেলেছিলেন।
ইংল্যান্ডের ওভাল টেস্টের সম্ভাব্য একাদশে রয়েছেন: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টং।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...