ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের জন্য ততটা সুখবর নেই।
সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। শীর্ষ দশে জায়গাও করে নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম নেওয়ার খেসারত দিতে হয়েছে তাকে। রেটিং পয়েন্ট কমে ৬৪৬ হওয়ায় ৩ ধাপ পিছিয়ে বর্তমানে মুস্তাফিজ অবস্থান করছেন ১২ নম্বরে। অবনতি হয়েছে আরও কয়েকজন বোলারের। এক ধাপ করে পিছিয়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। বর্তমানে তারা অবস্থান করছেন যথাক্রমে ১৭, ২৮ ও ৩৮ নম্বরে।
এদিকে, ব্যাটারদের র্যাংকিংয়েও তেমন ভালো অবস্থানে নেই বাংলাদেশিরা। ব্যাটারদের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৯ নম্বরে। তবে ব্যর্থতায় পিছিয়ে পড়েছেন তানজিদ তামিম। শেষ ম্যাচে রান করতে না পারায় পাঁচ ধাপ পিছিয়ে বর্তমানে তার অবস্থান ৪২ নম্বরে। সাম্প্রতিক পারফরম্যান্সে দারুণ সাফল্য পেলেও র্যাংকিং তালিকায় ব্যক্তিগত অবস্থান ধরে রাখতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটাররা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...