ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
আগামী বছরের ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। বিশ্বকাপ মানেই ব্রাজিল—এখনও পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছে সেলেসাওরা। যেখানেই খেলা হোক, গ্যালারিতে ব্রাজিলিয়ান সমর্থকদের জোয়ার যেন অনিবার্য। তবে আসন্ন বিশ্বকাপে সেই চিত্র ভিন্ন হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে এবারের বিশ্বকাপে ব্রাজিলিয়ান সমর্থকদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য সান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা জটিলতা তৈরি করতে পারে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন, যা বিশ্বকাপ চলাকালীনও কার্যকর থাকতে পারে।
এরই মধ্যে ওয়াশিংটন সফররত কিছু ব্রাজিলীয় সিনেটরকে সীমিত মেয়াদের ভিসা দেওয়ার ঘটনাও ঘটেছে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া ও অ্যালিসনদের মতো তারকা ফুটবলারদের মাঠের পারফরম্যান্স নিজ চোখে দেখা থেকে বঞ্চিত হতে পারেন সমর্থকরা। ফলে বহু ব্রাজিলীয়কে হয়তো এবার ঘরের টিভি স্ক্রিনেই বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে হবে।
২০১৯ সালের কোপা আমেরিকা জয়ের পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতেনি ব্রাজিল। তবে তারকাসমৃদ্ধ দল নিয়ে সেলেসাও সমর্থকদের প্রত্যাশা বরাবরের মতোই শিরোপা জয়ের। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভিসাজনিত বাধার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ফিফা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও বিশ্ব ফুটবল অঙ্গনে এ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...