Logo Logo
খেলা

পিএসএল খেলতে বিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় সাকিব


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর! পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বুধবার থেকেই গুঞ্জন চলছিল যে তিনি লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন। সেই গুঞ্জন এবার আরও জোরালো হলো—বৃহস্পতিবার সাকিব বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছেন পিএসএলে অংশগ্রহণের জন্য।

ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান ইতোমধ্যে পিএসএলের জন্য বোর্ডের অনুমতি চেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি মে মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া পিএসএলের দ্বিতীয় পর্বে মাঠে নামতে পারেন তিনি। এটি হলে দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

প্রসঙ্গত, লাহোর কালান্দার্সে এবারের শুরু থেকেই ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে দ্বিতীয় পর্বে তিনি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে কয়েকজন বিদেশি খেলোয়াড় দল ছাড়ার সম্ভাবনাও রয়েছে। সেই সুযোগেই দলে জায়গা পেয়েছেন সাকিব।

পিএসএলে অবশ্য একাধিকবার খেলেছেন সাকিব আল হাসান। তার অভিষেক হয়েছিল ২০১৬ সালে করাচি কিংসের হয়ে। এরপর পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ পর্যন্ত মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব, যেখানে ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৭.১৪। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনোমি ছিল ৭.৩৯।

সাকিবের পিএসএলে ফেরার সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একজন অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে তার অভিজ্ঞতা ও দক্ষতা যে কোনো দলের জন্যই মূল্যবান সম্পদ। লাহোর কালান্দার্সের স্কোয়াডে তার সংযুক্তি দলটির ভারসাম্য আরও শক্তিশালী করতে পারে।

এখন দেখার বিষয়, বিসিবি কত দ্রুত এই অনুমতি প্রদান করে এবং কবে নাগাদ সাকিব মাঠে নামেন।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান