ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বড়সড় পরিবর্তন না হলেও মেয়াদ ও বেতনের দিক থেকে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ২০২৪ সালের শেষ দিকে ঘরোয়া ক্রিকেটের পরিচিত ও জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে তাঁর সঙ্গে চুক্তি ছিল ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। পরে সেই চুক্তি বাড়িয়ে নেয়া হয় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এবার নতুন করে তাঁর সঙ্গে ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।
বোর্ডের এক পরিচালক জানান, অনেক আগেই মৌখিকভাবে উভয়পক্ষ রাজি হয়েছিল, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা ছিল। নতুন মেয়াদে সালাউদ্দিনের বেতনও আগের চেয়ে বেড়েছে। আগে যেখানে তাঁর মাসিক বেতন ছিল ৭ থেকে ৮ লাখ টাকা, বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি।
এদিকে শুধু সালাউদ্দিন নয়, জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের মেয়াদও বেড়েছে। বিশ্বকাপজয়ী এই ক্যারিবীয় কোচকে শুরুতে আনা হয়েছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে রাখার জন্য। তবে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদের সময়ে তাঁর মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নির্ধারণ করা হয়।
বোর্ডের এমন সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কোচিং স্টাফদের স্থিতিশীলতা রাখতে আগ্রহী বিসিবি। এতে দলীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...