Logo Logo

পাকিস্তানে দেখা যাবে না এশিয়া কাপ!


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়া কাপের সম্প্রচার অধিকার নিয়ে পাকিস্তানে তৈরি হয়েছে নতুন জটিলতা। সনি স্পোর্টসের বাড়তি টাকার দাবি মেটাতে না পারলে দেশটিতে টুর্নামেন্ট দেখা অনিশ্চিত হয়ে পড়বে। এতে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা।


বিজ্ঞাপন


নানান নাটকীয়তা শেষে অবশেষে চূড়ান্ত হয়েছে ২০২৫ এশিয়া কাপের সূচি। তবে সূচি ঘোষণার পরও এই টুর্নামেন্ট ঘিরে জটিলতা কাটছে না। এবার নতুন করে সংকটে পড়েছে পাকিস্তানে টুর্নামেন্ট সম্প্রচার। যদি বর্তমান পরিস্থিতির সমাধান না হয়, তাহলে পাকিস্তানের দর্শকরা নিজ দেশে বসে এশিয়া কাপ উপভোগ করতেই পারবেন না।

মূল সমস্যা সম্প্রচার স্বত্ব ঘিরে। ২০৩১ সাল পর্যন্ত এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পাওয়া সনি স্পোর্টস নেটওয়ার্ক এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) দিয়েছে ১৪৮০ কোটি টাকা। সেই হিসাব অনুযায়ী পাকিস্তানে সম্প্রচারের জন্য তারা দাবি করছে ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৩৭০ কোটি টাকা। অথচ এত দিন পাকিস্তানে সম্প্রচারের জন্য মোট চুক্তির মাত্র ১০ শতাংশ অর্থ দেওয়া হতো। এক লাফে এই বাড়তি চাহিদা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য চরম চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, এই আর্থিক চাহিদা মেটানো পিসিবির পক্ষে সম্ভব নয়। পিসিবির একটি সূত্র জানিয়েছে, এই পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে একসঙ্গে হয়ে কেবল একটি চ্যানেলের মাধ্যমে ম্যাচ সম্প্রচার করতে হবে। না হলে তারা সম্প্রচারের স্বত্ব হারাতে পারে। আর এমনটা হলে পুরো পাকিস্তানেই এশিয়া কাপ সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে।

এই সংকট শুধু সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র মতে, ভারতীয় সম্প্রচারকারী সংস্থা ইচ্ছাকৃতভাবে এমন চাপ সৃষ্টি করছে, যার প্রভাব দুই দেশের ক্রিকেট সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদে পড়বে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ আদৌ হবে কি না, তাও নিশ্চিত নয়।

উল্লেখ্য, এর আগেও বিসিসিআই আইসিসিকে অনুরোধ করেছিল ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখতে। কিন্তু শেষ পর্যন্ত এশিয়া কাপে তারা একই গ্রুপে পড়েছে। সূচি অনুযায়ী, দুই দলের ম্যাচ হওয়ার কথা আগামী ১৪ সেপ্টেম্বর। তবে পেহেলগামে সাম্প্রতিক হামলা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ম্যাচটি নিয়ে শঙ্কা রয়েই গেছে। সব মিলিয়ে এশিয়া কাপ মাঠে গড়ালেও সেটি কতটা নির্বিঘ্ন হবে, তা নিয়ে সংশয় বাড়ছে দিনকে দিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...