Logo Logo

এশিয়া কাপের সূচি চূড়ান্ত, এক মাঠেই সব খেলা বাংলাদেশের


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এসিসি। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ গ্রুপপর্বের সব ম্যাচ খেলবে আবুধাবিতে।


বিজ্ঞাপন


এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি অবশেষে প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। গত ২৬ জুলাই সংযুক্ত আরব আমিরাতকে এবারের আসরের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হলেও, তখনও নির্দিষ্ট সময় ও ভেন্যুর বিষয়টি চূড়ান্ত হয়নি। এবার জানিয়ে দেওয়া হলো—৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মহাদেশীয় এই টুর্নামেন্ট। গ্রুপপর্ব, সুপার ফোর এবং ফাইনাল মিলিয়ে মোট ১৮টি ম্যাচের প্রায় সবই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ এবারের আসরে পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপপর্বে টাইগারদের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এই গ্রুপের পাঁচটি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর একটি ম্যাচ আয়োজিত হবে আবুধাবিতে। গ্রুপপর্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর—যেদিন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

প্রাথমিকভাবে ভারতের আয়োজনে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় সেটি পরিবর্তন করে নেয়া হয়। ফলে এবারের টুর্নামেন্ট বসছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এবারের আসরে। ‘বি’ গ্রুপের সব ম্যাচ হবে আবুধাবিতে, আর ‘এ’ গ্রুপের খেলা হবে মূলত দুবাইতে।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের প্রতিশ্রুতি নিয়ে আগামীর দিনগুলোতে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে মধ্যপ্রাচ্যের দিকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...