Logo Logo

‘নাঈম শেখ সাধারণত শট খেলতে পছন্দ করে’


Splash Image

ছবি: সংগৃহীত।।

এইচপি ও বাংলাদেশ ‘এ’ দলের টি-টোয়েন্টি সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরেই উইকেট শিকার করেছেন পেসার মুশফিক হাসান। কোচ মিজানুর রহমান বাবুল জানালেন, মুশফিক বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। নাঈম শেখের মানিয়ে নেওয়ার বিষয়েও মত দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দল ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ শেষ হয়েছে, আজ রোববার হচ্ছে সিরিজের শেষ ম্যাচ।

এই ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন উদীয়মান পেসার মুশফিক হাসান। বল হাতে নিয়েছেন উইকেটও। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট জাতীয় দলের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। তিনি মনে করেন, মুশফিক বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। বাবুল বলেন, “মুশফিকের মতো সুঠামদেহি ও ধারালো বোলিং করা পেসার দেশে খুব একটা দেখা যায় না। তার বোলিং দক্ষতা চমৎকার। যদিও আগের দিনগুলোতে বারবার চোটে পড়ছিল সে, তবে এখন তাকে সুপারফিট মনে হয়েছে। আমরা বিষয়টা ভালোভাবে মনিটর করছি।” মুশফিকের আচরণ ও শরীরী ভাষারও প্রশংসা করেন কোচ, “তার অ্যাচিটিউড এবং শরীরীভাষা দারুণ। সে এখন দলকে যা দিচ্ছে, তা শতভাগ ফিট না থাকলে সম্ভব হতো না—বিশেষ করে ফিল্ডিং ও বোলিংয়ে।”

এদিকে দলের আরেক খেলোয়াড় নাঈম শেখকে নিয়েও কথা বলেন বাবুল। তাঁর ভাষায়, “নাঈম সাধারণত শট খেলতে পছন্দ করে। কিন্তু স্লো উইকেটে সে অনেক সময় মানিয়ে নিতে পারে না। একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এসব কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই এখন তার বড় চ্যালেঞ্জ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...