Logo Logo
খেলা

পিএসএল থেকে খেলোয়াড় ছিনতাই গুজরাটের!


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

আইপিএলে জশ বাটলারের পরিবর্তে গুজরাট টাইটান্সে যুক্ত হচ্ছেন কুশাল মেন্ডিস। পিএসএল ছাড়লেও আইপিএলে প্রথমবার সুযোগ পেলেন লঙ্কান তারকা।


বিজ্ঞাপন


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও একবার খেলোয়াড় "ছিনতাইয়ের" আলোচনায়। করবিন বশ ও মিচেল ওয়েনের পর এবার পিএসএল থেকে সরাসরি আইপিএলে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার কুশাল মেন্ডিস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা মেন্ডিস এখন আইপিএলের শীর্ষ দল গুজরাট টাইটান্স-এ যোগ দিতে যাচ্ছেন, ইংলিশ তারকা জশ বাটলারের পরিবর্তে।

গুজরাট টাইটান্সের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার জশ বাটলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন। সে কারণে ১৭ মে আইপিএলে যোগ দিলেও ২৯ মে-র আগেই তাকে দেশে ফিরতে হবে, যা ঠিক তখনই যখন শুরু হচ্ছে প্লে-অফ পর্ব।

বাটলারের অনুপস্থিতিতে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ভারতের দুই তরুণ—অনুজ রাওয়াত এবং কুমার কুশাগ্র। তবে অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কুশাল মেন্ডিসকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে পিএসএলে দুর্দান্ত ফর্মে ছিলেন কুশাল মেন্ডিস। তিনি পাঁচ ম্যাচে ১৪৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১৬৮, যা তাকে গুজরাট টাইটান্সের রাডারে নিয়ে এসেছে।

তবে নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পিএসএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মেন্ডিস। আর এ কারণেই সুযোগ পেয়েছেন আইপিএলে, যেখানে তিনি প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান