ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালে টেস্ট খেলেছিলেন সৌম্য সরকার। এরপর দীর্ঘ সময় লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকলেও, এই ফরম্যাটে আবারও নিজেকে মেলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে মাঝে মাঝে টেস্ট সংস্করণের ম্যাচে দেখা গেলেও জাতীয় দলের লাল বলের স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে তাকে ঘিরে ইতিবাচক আশাবাদ দেখিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ সোহেল ইসলাম।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন করছিলাম, সে তখন ফিরেই আমাদের সঙ্গে যোগ দেয়। তবে আমরা তখন ইতোমধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে কেউই একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা দুটোই আছে, কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে।’
লাল বলের ও সাদা বলের ক্রিকেটের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে উল্লেখ করে সোহেল ইসলাম জানান, 'সবাই সব ফরম্যাটে খেলতে চায়। তবে লাল বল ও সাদা বলের খেলার ধরণে অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচ পরিকল্পনা এবং শট নির্বাচনের ক্ষেত্রে ফরম্যাট অনুযায়ী ভিন্নতা থাকে।' তিনি বলেন, ‘এই কারণেই আমরা খেলোয়াড়দের আলাদা করে প্রশিক্ষণ দিই, যাতে তারা বুঝতে পারে—লাল বলে খেলার সময় তাদের মানসিক প্রস্তুতি কেমন হবে, কিভাবে টেকনিক কাজে লাগাবে।’
তিনি আরও যোগ করেন, ‘যখন তারা এই ফরম্যাট থেকে ওয়ানডেতে যায়, তখন খেলায় অনেক বেশি সিঙ্গেলস নিতে হয়। আর টি-টোয়েন্টিতে যেসব ডেলিভারিতে সাধারণত এক রান আসে, সেগুলোতেও বাউন্ডারি মারার চেষ্টা থাকে। তাই ব্যাটিং কৌশল ও শট নির্বাচন ফরম্যাট অনুযায়ী বদলে যায়।’
সৌম্যর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য আবারও লাল বলের ক্রিকেটে ফেরার দরজা খোলা—এমন ইঙ্গিতই যেন মিলছে কোচের কথায়। এখন দেখার বিষয়, সৌম্য সরকার ঘরোয়া পারফরম্যান্স দিয়ে আবারও জাতীয় দলের টেস্ট দলে জায়গা করে নিতে পারেন কি না।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...