Logo Logo

টেস্ট নাটকের চূড়ান্ত দৃশ্য, ভারতের ৬ রানের অবিশ্বাস্য জয়


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


শেষ দিনে নাটকীয়তায় ভরপুর এক টেস্ট ম্যাচে মাত্র ৬ রানের জয় তুলে নিয়েছে ভারত। ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। দিনের শুরুতেই জেমি ওভারটন টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ যেন ইংল্যান্ডের দিকেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মোহাম্মদ সিরাজ ফিরিয়ে আনলেন ভারতকে—প্রথমে জেমি স্মিথকে ক্যাচ করিয়ে, এরপর ওভারটনকে এলবিডব্লিউ করে। এরপর দ্রুত আরও একটি উইকেট হারিয়ে ইংল্যান্ডের দরকার দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রান। আহত কাঁধ নিয়েই ক্রিস ওকস মাঠে নামেন শেষ ব্যাটার হিসেবে। গাস আটকিনসন হাল ছাড়েননি, একপ্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা চালিয়ে যান। এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিনি, কিন্তু সিরাজের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হয়ে শেষ হয়ে যায় ইংল্যান্ডের স্বপ্ন। সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা সিরাজের সেই আঘাতেই মাত্র ৬ রানে রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে ভারত।

এই টেস্টে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়েছিল ভারত। জবাবে ইংল্যান্ড করেছিল ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ঘুরে দাঁড়িয়ে করে ৩৯৬ রান, ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রানের। কিন্তু তারা থেমে যায় ৩৬৭ রানে। পঞ্চম দিন ইংল্যান্ড শুরু করেছিল ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার স্মিথ ও ওভারটন আজ ব্যাটিং শুরু করলেও সিরাজ দ্বিতীয় বলেই স্মিথকে উইকেটের পেছনে ক্যাচ করান। এরপর একে একে সব পরিকল্পনা গুছিয়ে নেওয়া ইংলিশদের বিপক্ষে বারবার বাধা হয়ে দাঁড়ান সিরাজ। শেষ পর্যন্ত তার দারুণ বোলিংয়ের কারণেই রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ভারত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...