ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বয়স ১৮ হওয়ার আগেই ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময়বালক হিসেবে খ্যাতি পাওয়া এন্ড্রিককে কিনে নেয় ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরোয়া ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের কারণে তিনি ছিলেন মিডিয়ার আলোচনায়। তবে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে এখনো নিজের প্রতিভার পূর্ণ প্রকাশ ঘটাতে পারেননি এই তরুণ। কার্লো আনচেলত্তির কোচিংয়ে খুব একটা সুযোগ না পেলেও নতুন কোচ জাবি আলোনসোর অধীনে তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ক্লাব বিশ্বকাপে গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত উত্থানে এবং চলতি মৌসুমে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর আগমনে এন্ড্রিক মূল একাদশে অনেকটাই পিছিয়ে পড়েছেন। এমবাপ্পে ও ভিনিসিয়ুসের মতো তারকাদের ভিড়ে প্রথম একাদশে জায়গা পাওয়া তার জন্য প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নেয়, নিয়মিত খেলার সুযোগ দিতে এন্ড্রিককে ধারে অন্য ক্লাবে পাঠানো হবে। লা লিগার দল রিয়াল সোসিয়েদাদ এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে এক বছরের জন্য ধারে নিতে আগ্রহ প্রকাশ করে। ক্লাব বিশ্বকাপ চলাকালীনই তারা প্রস্তাব দেয় এবং রিয়াল ও এন্ড্রিক—উভয় পক্ষ তাতে সম্মতিও জানায়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ মুহূর্তে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে থেমে যায় এন্ড্রিকের সেই সম্ভাবনা। ইনজুরির খবর পাওয়ার পর চুক্তির আলোচনা থেকে পিছু হটে সোসিয়েদাদ।
ফলে আপাতত রিয়াল মাদ্রিদেই থাকছেন এন্ড্রিক। তবে সেখানে নিয়মিত খেলার নিশ্চয়তা নেই, আবার অন্য কোনো ক্লাবেও পাঠানো যাচ্ছে না তাকে। এই অবস্থায় রিয়াল মাদ্রিদ আশাবাদী, চোট কাটিয়ে ফিরেই নিজেকে প্রমাণ করবেন ব্রাজিলের তরুণ এই প্রতিভা। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর নাগাদ মাঠে ফিরবেন এন্ড্রিক। তখন যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে হয়তো আবারও আলোচনায় ফিরে আসবেন এক সময়ের 'নেক্সট সুপারস্টার' খ্যাত এই স্ট্রাইকার।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...