Logo Logo

রোনালদোর কাছে ব্যালন ডি’অর এখন ‘মনগড়া পুরস্কার’


Splash Image

ছবি: সংগৃহীত।।

ক্রিস্টিয়ানো রোনালদো টানা দ্বিতীয় বছরের মতো ব্যালন ডি’অরের মনোনীত তালিকায় নেই। সমালোচনায় সরব এই পর্তুগিজ তারকা পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ঘোষণা হবে বিজয়ীর নাম।


বিজ্ঞাপন


একসময় ব্যালন ডি’অরের তালিকা মানেই সেখানে থাকত ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে সময়ের পরিক্রমায় সেই চিত্র পাল্টে গেছে। টানা দ্বিতীয় বছরের মতো ক্যারিয়ারের সায়াহ্নে থাকা এ পর্তুগিজ তারকা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি। আর এতেই যেন পুরস্কারের আয়োজকদের প্রতি খানিকটা মনঃক্ষুণ্ণ হয়েছেন রোনালদো। অন্তত তাঁর সাম্প্রতিক মন্তব্যে তেমন আভাসই মিলেছে। ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই কিংবদন্তির মতোই সর্বোচ্চ আটবারের বিজয়ী লিওনেল মেসিও এ বছর মনোনীতদের তালিকায় নেই। তবে মেসির পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু রোনালদো সরাসরি প্রশ্ন তুলেছেন আয়োজক ‘ফ্রান্স ফুটবল’-এর প্রতি।

গতকাল পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর, যেখানে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর প্রশ্নে, এবারের ব্যালন ডি’অর জিততে পারেন কে—এর জবাবে রোনালদো বলেন, “এটা আমার কাছে মনগড়া লাগে।” অর্থাৎ পুরস্কারটির ওপর নিজের আস্থা হারানোর কথা প্রকাশ করেন তিনি। রোনালদোর মুখে আয়োজকদের সমালোচনা নতুন নয়। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি ব্যালন ডি’অর জেতার পরও বিস্ময় প্রকাশ করেছিলেন এই ফরোয়ার্ড। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ফেবারিট হয়েও পুরস্কার না পাওয়ায় রোনালদো রাগ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “কোনো বিশ্বাসযোগ্যতা নেই, পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল।”

দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বারের মতো মনোনীতদের তালিকায় নেই রোনালদো ও মেসি। আল নাসর তারকা প্রথমবার মনোনয়ন পান ২০০৪ সালে এবং মেসি পান ২০০৬ সালে। যদিও এবার মনোনয়ন পাননি, তবুও ২০২৪-২৫ মৌসুমে রোনালদোর পারফরম্যান্স ছিল উজ্জ্বল—ক্লাবের হয়ে ৩৫ গোল ও দেশের হয়ে ৮ গোল করেছেন তিনি, জিতেছেন নেশনস লিগও। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আসর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...