Logo Logo

সাকিব, নারিন এবং নিজের মধ্যে কাকে সেরা বললেন রশিদ


Splash Image

ছবি: সংগৃহীত।।

ChatGPT said: রশিদ খান, সাকিব আল হাসান ও সুনীল নারিন স্বীকৃত টি-টোয়েন্টির সেরা স্পিনার তালিকায় শীর্ষে। রশিদের র‍্যাপিড ফায়ার সাক্ষাৎকারে উঠে এসেছে চাহাল, তাহির ও নারিনের নামের পছন্দের গল্প।


বিজ্ঞাপন


বর্তমান সময়ের সেরা তিন স্পিনারের তালিকায় সহজেই জায়গা করে নেবেন বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক এই তিন তারকা এখনো সীমিত ওভারের ক্রিকেটে স্পিন জাদুতে ব্যাটারদের বিপাকে ফেলছেন এবং নিয়মিত উইকেট শিকার করছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকার সেরা পাঁচেও রয়েছেন তারা।

বর্তমানে ৬৫৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রশিদ খান, যিনি সম্প্রতি ক্রিকইনফোর একটি র‍্যাপিড ফায়ার সাক্ষাৎকারে অংশ নেন। সেখানে একজন সেরা স্পিনার বেছে নেওয়ার প্রশ্নে সাকিব আল হাসান, যুবেন্দ্র চাহাল, ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ বেশ কয়েকজনের নাম এলেও রশিদ বারবার চাহালের নাম উল্লেখ করেন। তবে চাহাল-ইমরান তাহিরের মধ্যে সেরা বাছাইয়ে তাহিরের নাম বলেন তিনি। এমনকি শাদাব খান ও স্বদেশি মুজিব উর রহমানের সঙ্গেও তুলনায় তাহিরকেই এগিয়ে রাখেন রশিদ, কারণ হিসেবে টি-টোয়েন্টিতে তাহিরের বেশি উইকেট (৫৪৭) থাকার কথা উল্লেখ করেন।

তাহিরের সঙ্গে সুনীল নারিনের তুলনায় অবশ্য নারিনকেই সেরা হিসেবে বেছে নেন রশিদ। এরপর সাকিব, তাবরাইজ শামসি ও হাসারাঙ্গার নাম এলেও নারিনের পক্ষে থাকেন তিনি। তবে নিজের সঙ্গে নারিনের তুলনায় মজার ছলে ‘রশিদ খান’-কেই সেরা হিসেবে উল্লেখ করেন এই আফগান লেগস্পিনার।

বর্তমানে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩১), যিনি গত বছর সিপিএলের মাঝপথে অবসর নিয়েছেন। তালিকার তিন, চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে নারিন (৫৮৯), তাহির (৫৪৭) ও সাকিব (৪৯৮)।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করলেও সাকিব এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয়। চলতি বছরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১টি এবং গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ৫টি উইকেট নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...