ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
ওয়ানডে ক্রিকেটে আবারও হতাশার খবর পেল বাংলাদেশ। মাত্র কয়েক সপ্তাহ আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হারের মাঝেও একটি জয় নিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে সেই সুখবর বেশিদিন স্থায়ী হয়নি। সোমবার প্রকাশিত আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে।
শ্রীলঙ্কা সিরিজের পর থেকে ওয়ানডেতে মাঠে নামেনি বাংলাদেশ। এই বিরতিকে কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চমকপ্রদ জয় তুলে নিয়ে ক্যারিবীয়রা রেটিং পয়েন্ট বাড়িয়ে ৭৮-এ উন্নীত করেছে, যা বাংলাদেশের ৭৭ পয়েন্টকে ছাড়িয়ে তাদের নবম স্থানে পৌঁছে দিয়েছে। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারলেও এই অবস্থান পরিবর্তন হবে না।
এদিকে, পাকিস্তানও এই পরাজয়ে ধাক্কা খেয়েছে। তারা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর থেকে নেমে গেছে ছয়ে। এক পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কা উঠে গেছে চার নম্বরে। তবে শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি—১২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ১০৯ পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে দ্বিতীয় নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ থেকে অষ্টম স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। সেখানে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা বাধ্যতামূলক। তাই বর্তমান অবস্থান বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। ধারাবাহিক পারফরম্যান্স ছাড়া আগামী দিনে এই অবস্থান ধরে রাখা কঠিন হবে টাইগারদের জন্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...