Logo Logo

ঢাকার যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


Splash Image

ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১১ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে।


বিজ্ঞাপন


এ কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌচাক, নিমাইকাশারী, বটতলা, রানীমহল, সারুলিয়া বাজার ও স্টাফ কোয়ার্টার অংশে কাজ চলার সময় চিটাগাং রোড, সারুলিয়া, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, স্টাফ কোয়ার্টার, মৃধাবাড়ী, সানারপাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ডিএনডি বাঁধ সংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...