ছবি: ভোরের বাণী গ্রাফিক্স
বিজ্ঞাপন
হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলা চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত। এতে হজ এজেন্সি, তিন থেকে চারটি উড়োজাহাজ কোম্পানি, ছয়-সাতটি ব্যাংক ও আইটি প্রতিষ্ঠানসহ মোট ১৫৪টি স্টল অংশ নিচ্ছে।
তিনি বলেন, এই মেলার মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নানা প্যাকেজ যাচাই-বাছাই করে সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করার সুযোগ থাকবে। এতে মধ্যস্বত্বভোগীর ঝামেলা এড়ানো যাবে। পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন প্যাকেজে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়ও পাবেন।
হাবের তথ্য অনুযায়ী, দেশের অধিকাংশ হজযাত্রী গ্রামীণ এলাকায় থাকেন, অথচ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। এই মেলার মাধ্যমে সারাদেশের হজযাত্রী ও এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।
এদিকে ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস এবং মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের খরচ ও ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে হাব পরামর্শ দিয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে এবং জবাবের অপেক্ষায় রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...