ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ কড়া নির্দেশ দিয়ে বলেছেন, কোনো টহল বা অভিযানের সময় পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে দেখামাত্রই আত্মরক্ষার্থে গুলি চালানো হবে। ধারালো অস্ত্র হোক বা আগ্নেয়াস্ত্র— অস্ত্র বের করার মুহূর্তেই এই ব্যবস্থা নেওয়া হবে।
গত ১২ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হওয়ার পর ওয়্যারলেসে এই নির্দেশ দেন সিএমপি কমিশনার।
নির্দেশনায় তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের অস্ত্রের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, প্যাট্রল পার্টি ও ডিবির টিমগুলো সবসময় লাইভ এমুনিশনসহ অস্ত্র বহন করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া কোনো টহল বা চেকপোস্টে ডিউটিতে যাওয়া যাবে না।
হাসিব আজিজ জানান, “শুধুমাত্র রবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। আমার একজন সাব-ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছেন। একই পরিস্থিতি হলে দু-চারটা লাশ ছাড়া টহল দল ফেরত আসবে না।”
তিনি স্পষ্ট করে বলেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত সকল পুলিশ সদস্যের রয়েছে। তাই অস্ত্র দিয়ে আঘাত করার আগেই অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে— মাথায়, বুকে বা পিঠে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
পুলিশ সূত্র জানায়, ১১ আগস্ট সল্টগোলা এলাকায় ঝটিকা মিছিলের সময় তল্লাশির এক পর্যায়ে এসআই রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় কমিশনারের নির্দেশের বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...