বিজ্ঞাপন
ইসলামি শরীয়তের আলোকে সিগারেট খাওয়া নাজায়েয (হারাম) হিসেবে গণ্য। কারণ, এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অর্থের অপচয় ঘটায়। ইসলামি পণ্ডিতরা বলেন, নাজায়েয বস্তুর নিজে সেবন যেমন হারাম, তেমনি অন্যকে তা সেবনে সহযোগিতা করাও নিষিদ্ধ।
পবিত্র কুরআনের সূরা মায়িদাহ (৫:২)-এ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, “তোমরা গুনাহ ও জুলুমের কাজে একে অপরের সহযোগিতা করবে না।” এই নির্দেশনার আলোকে সিগারেট উৎপাদন বা বিক্রির সঙ্গে জড়িত কোনো চাকরি ইসলামে অনুমোদিত নয়।
বিশিষ্ট ইসলামি আলেম ইমাম সারাখসী রহিমাহুল্লাহ বলেন, যদি উপার্জনের মাধ্যম হারাম হয়, তাহলে সেই উপার্জিত অর্থও হারাম হিসেবে গণ্য হবে। তাই সিগারেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করা বা এর মাধ্যমে উপার্জিত অর্থ গ্রহণ করা বৈধ নয়।
ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের উপার্জন থেকে বিরত থাকা মুসলমানের জন্য জরুরি। পরিবর্তে, হালাল উপার্জনের পথ অনুসন্ধান করাই ইসলামি শিক্ষার মূলনীতি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...