বিজ্ঞাপন
শুক্রবার দিবাগত রাতে অ্যানফিল্ডে নতুন মৌসুমের প্রথম ম্যাচে লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। লিভারপুলের হয়ে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। বিপরীতে বোর্নমাউথের দুই গোলই করেছেন সেমেনিও।
এক মাস আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় ছোট ভাইসহ প্রাণ হারানো জোতাকে স্মরণ করে ম্যাচের সূচনা হয়। খেলার চার মিনিটেই সালাহর শট রুখে দেন বোর্নমাউথের গোলরক্ষক। এরপর ফন ডাইকের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। এসময় ঘটে অনভিপ্রেত এক ঘটনা—দর্শক কারও বর্ণবাদী আচরণের কারণে খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। বোর্নমাউথের ঘানাইয়ান স্ট্রাইকার সেমেনিওকে উদ্দেশ্য করে এমন আচরণে মাঠে উভয় অধিনায়ক ও কোচরা আলোচনা করেন।
৩৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন অভিষিক্ত একিতিকে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই (৪৯ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। তবে ৬৪ মিনিটে সেমেনিওর গোলে ব্যবধান কমায় বোর্নমাউথ। বর্ণবাদী আচরণে আরও উজ্জীবিত হয়ে ওঠা এই স্ট্রাইকার ৭৬ মিনিটে দুর্দান্ত এক শটে সমতায় ফেরান দলকে।
কিন্তু শেষ হাসি হাসে স্বাগতিকরা। ৮৮ মিনিটে বদলি নামা চিয়েসা ভলিতে জাল কাঁপিয়ে লিভারপুলকে আবার এগিয়ে দেন। শেষ মুহূর্তে (৯০+ মিনিটে) সালাহর দৃষ্টিনন্দন গোল জয়ের পার্থক্য গড়ে দেয়।
এই ম্যাচে গোল করে প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন সালাহ। তার গোলসংখ্যা এখন ১৮৭, সমান অ্যান্ড্রু কোলের। সামনে রয়েছেন কেবল অ্যালান শিয়েরার (২৬০), হ্যারি কেইন (২১৩) ও ওয়েইন রুনি (২০৮)। এছাড়া প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে সর্বোচ্চ ১০টি গোলের রেকর্ড এখন এককভাবে সালাহর দখলে।
অ্যানফিল্ডে আবেগ, রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরপুর ম্যাচটি লিভারপুলকে এনে দিয়েছে জয় দিয়ে মৌসুম শুরু করার সন্তুষ্টি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...